M.A Wares Babu
M.A Wares Babu
Managing Director, City Advance Lab Ltd Co-Founder, City Point Krishok Co-Founder, City Adventure Travel's Co-Founder, E-Center Editor, The Daily News Bangladesh Chairman, Manobseba Cell, E-Commerce Association of Bangladesh (E-Cab) President, Bangladesh Youth Entrepreneur Society (BD-YES) General Secretary, Humanitarian Society for People of Bangladesh (HPPB Advisor,Dhumketux Rocket The First Rocket in Bangladesh
M.A Wares Babu

Blog

স্বেচ্ছাসেবী কাজ করতে অর্থের প্রয়োজন পড়ে না-

স্বেচ্ছাসেবী কাজ করতে অর্থের প্রয়োজন পড়ে না-

স্বেচ্ছাসেবী কাজ করতে অর্থের প্রয়োজন পড়ে না-

এখানে ইচ্ছা ও ব্যক্তি সাধ্যনুযায়ী কাজ করা উত্তম।

★আপনার টাকা নেই কিন্তু স্বেচ্ছাসেবক হওয়ার মত মানসিকতা আছে,তিন মাস পর পর রক্তদান করুন।

★আপনার কিছু টাকা আছে কিন্তু স্বেচ্ছাসেবক হওয়ার মত মানসিকতা আছে আপনি কোন এতিম খানা বা দরিদ্র শিক্ষার্থীর ক্ষুদ্র দায়িত্ব নিন।

★আপনার অর্থ নেই কিন্তু স্বেচ্ছাসেবক হওয়ার মত মানসিকতা আছে, আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে গড়ে উঠা দাতব্য স্কুলে বিনামূল্যে পড়াতে পারেন।।

★দূর্যোগ কালীন সময়ে বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণের কাজ করতে চান,কিন্তু আপনার তেমন অর্থ নেই,দায়িত্বশীল প্রতিষ্ঠান কিংবা স্বনামধন্য নন প্রফিটেবল অর্গানাইজেশনের সাথে প্যাকেটজাতকরণ,বিতরণে সহায়তা করুন।

★আপনার বেশ কিছু অর্থ আছে,মানবিক কাজ করতে চান,আপনার প্রতিবেশী কিংবা কোন দরিদ্র আত্নীয় কে রিক্সা,খামার,দোকান তৈরী করে দিন।

★আপনার কিছু অর্থ আছে কিন্তু স্বেচ্ছাসেবক হওয়ার মত মানসিকতা আছে আপনি মানুষকে নির্ধারিত একটি/দুটি সমস্যা বিষয়ে সচেতন করুন।

দেখবেন দ্রুত সামাজিক অবস্থানে থাকা অসহায়রা স্বাবলম্বী হবে,সচেতন হবে,শিক্ষিত হবে।।আর আপনি আত্মতৃপ্তি পাবেন,মহান প্রতিপালকের সদয় দৃস্টি পাবেন।।

"আমি ব্যক্তিগতভাবে কাজ করি,আমার পরিবারকে নিয়ে,

দীর্ঘমেয়াদী বেশ কিছু কাজ করতে পেরেছি।।

আমি বিশ্বাস করি কাজ করতে অধিক অর্থ ও অধিক জনবলের প্রয়োজন নেই,দক্ষতা,ইচ্ছাশক্তি,সততা,পরিশ্রম ই যথেস্ট"।।

মানবিক সেজে স্বেচ্ছাসেবক হতে গিয়ে ভিক্ষাবৃত্তি বাদ দিতে হবে।।কারণ অর্থের যোগ বিয়োগ করতে অনেকে মহীরথী সাজেন।।

আপনার দ্বারা জরুরি সার্ভিস দেয়ার মত সক্ষমতা,দক্ষতা,অর্থ নেই স্রেফ নাম ফোটানোর জন্য অসভ্যতা করার প্রয়োজন নেই।।

এভাবে কাজ করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পিত কাজ নস্ট হয়ে যায়।।

এখনো সময় আছে মানবিক কাজ দেখিয়ে অর্থ লোপাট,ভন্ডামী ছাড়ুন।।দায়িত্বশীল প্রতিষ্ঠান থেকে মনিটরিং হলে সাত পাঁচের জবাব দিয়ে মুক্তি মিলবে না।।

বিঃদ্রঃ গোপন একাউন্টে টাকা না আসলে,কিংবা নিয়মের বাইরে টাকা উত্তোলন বন্ধ হলে অনেক ফরিয়া স্বেচ্ছাসেবক কিংবা ভূঁইফোড় সংগঠন সাতদিনও থাকবে না।।

বাংলাদেশ চিরজীবী হোক।।

লিখাটি নিতান্তই আমার ব্যক্তিগত পরিসংখ্যান থেকে,কারো দ্বিমত থাকতেই পারে।।

ভালো লাগলে অনুমতি ব্যতিতই শেয়ার করতে পারেন।

বি ন য়া ব ত

এম এ ওয়ারেছ বাবু

একজন সাধারণ স্বেচ্ছাসেবক

ছবিটিতে আমাদের পরিবারের নিজস্ব অর্থায়নে পরিচালিত এইচ পি পি বি বাংলাদেশের সম্মানিত সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ইকরামুল হক টিটু মহোদয় ও আমি, সাধারণ সম্পাদক, এইচ পি পি বি বাংলাদেশ।।

ভলান্টিয়ার ফর বাংলাদেশের প্রোগ্রামে।।